
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মামলায় আত্মসমর্পণ করতে যাওয়ার পথে আদালত এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর ভেড়িপাড়া-কোর্ট এলাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এই বিষয়ে দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে।
এর আগে গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুটিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।

এ কারণে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে।