দুইবার ক্যান্সার জয়ী ডাক্তার মাহমুদের গল্প
এক এক করে তিনবার আক্রান্ত হয়েছেন মরণব্যাধী ক্যান্সারে। প্রথম এবং দ্বিতীয়বার সম্পূর্ণ ক্যান্সার মুক্ত হয়েছিলেন, বর্তমানে চলছে তৃতীয়বারের মতো লড়াই। আশা করছেন, দ্রুত হয়তো চিকিৎসক ঘোষণা করবেন, ‘আপনি এখন ক্যান্সার মুক্ত’। প্রথম ও দ্বিতীয়বার ক্যান্সার থেকে মুক্তি লাভ ও তৃতীয়বারের লড়াইয়ের গল্প শুনিয়েছেন ডা. মো. সালেহ উদ্দিন মাহমুদ। যিনি ডা. তুষার নামে অধিক পরিচিত।