
দীর্ঘ সাত বছর পর আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে সকাল ১০টায় উদ্বোধন হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ১ টার দিকে শুরু হয় অধিবেশন। এর আগে ১১ টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করে নেতাকর্মীরা। এসব মিছিলের মধ্যে একটিতে দেখা যায় এক বয়স্ক ব্যক্তির স্লোগানে এক নেতার মিছিল আসছে।
তিনি স্লোগান দিচ্ছেন, ‘সফল হোক, সার্থক হোক, আজকের সম্মেলন, ঘরে ঘরে নিয়াজ ভাই, ছাত্রলীগের নিয়াজ ভাই, জানিয়ে দাও নিয়াজ ভাই..।’
খোঁজ নিয়ে জানা যায়, তিনি বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সভাপতি নিয়াজ মোর্শেদের বাবা আব্দুল মালেক। তিনি এসেছেন ছেলের মিছিল নিয়ে। তার ছেলে নিয়াজ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী।
নিয়াজের বাবা আব্দুল মালেক বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী লীগের সভাপতি এবং মতিহার থানা কৃষক লীগের সাবেক সভাপতি।

মালেক চ্যানেল আই অনলাইনকে বলেন, ছোট থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত আমি। এখনও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আজ বিশ্ববিদ্যালয়ের ২৬তম সম্মেলন। ৯০ দশকের পর থেকে যত সম্মেলন হয়েছে তার প্রত্যেকটি সম্মেলনে উপস্থিত থাকতাম। এবার নিজের সন্তানের জন্য এসেছি। আশা করছি নতুন যে নেতৃত্ব আসবে জননেত্রীর স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট ছাত্রলীগ গঠন করবে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির উন্নয়ন করবে। বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলনের যে ধারাবাহিক ইতিহাস তা বজায় রাখবে। নতুন নেতৃত্ব যেন সাদ্দাম-ইনানরে পথে হাটে। আজ আমার সুযোগ্য সন্তানও একটি পদ প্রত্যাশী। তাকেসহ সকল পদ প্রত্যাশীদের জন্য একজন অভিভাবক হিসেবে দোয়া করছি।