বীরাঙ্গনাদের কুঁকড়ে যাওয়া মুখগুলো আজও ব্যথিত করে: ডা. হালিদা হানুম

লাখো শহীদ আর মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ পেয়েছে একটি স্বাধীন মানচিত্র। দীর্ঘ লড়াই, সংগ্রামের রক্তাক্ত পথ পেরিয়ে দেশ স্বাধীন হলেও যুদ্ধ পরবর্তী সময়ে থেকে যায় অসংখ্য যুদ্ধশিশু আর বীরঙ্গনাদের নীরব আর্তনাদ। ভয়াল সেই দিনগুলোয় বীরঙ্গনাদের পাশে যেকজন দাঁড়িয়েছিলেন তাঁদের একজন, ডা. হালিদা হানুম আখতার। জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করেন তিনি। চিকিৎসা শাস্ত্রে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও কখনোই বিদেশের উন্নত জীবনের কথা ভাবেননি। সরকারি, আধাসরকারি এবং নিজ উদ্যোগে দেশের জন্য কাজ করে গেছেন এই মানুষটি। বর্তমানে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হেলথ বিভাগের শিক্ষক তিনি। চ্যানেল আইয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, যুদ্ধদিনের কথা, দীর্ঘ অভিজ্ঞতার কথা, বাংলাদেশ নিয়ে তাঁর স্বপ্নের কথা। ডা. হালিদা হানুম আখতার এর দুই পর্বের সাক্ষাৎকারের প্রথম পর্ব।