শীতকাল এলেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জলাশয়গুলো পরিযায়ী পাখির আগমনে মুখর হয়ে ওঠে। এই জলচর পাখির প্রজাতি বৈচিত্র্য ও সংখ্যাসহ বিভিন্ন তথ্য সংগ্রহে প্রতিবছরই জলচর পাখিশুমারি পারিচালিত হচ্ছে। প্রকৃতি সংবাদে দেখুন জলচর পাখিশুমারি নিয়ে শামীম আহমেদের ডেস্ক রিপোর্ট।






