চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিনেমা করে যে পারিশ্রমিক পাই সেটা পর্যাপ্ত নয়: রোশান

বড়পর্দার নায়ক জিয়াউল রোশান নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। সর্বশেষ ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে লেফটেন্যান্ট রিশান চরিত্র দিয়ে ভূয়সী প্রশংসা অর্জন করেন তিনি।

ঢালিউডের সম্ভাবনাময় এই নায়কের জন্মদিন মঙ্গলবার ৮ নভেম্বর। বিশেষ এ দিনটি রোশান নিজের মতো কাটাচ্ছেন।

আগের রাতে মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় ‘হারাধনের দশটি ছেলে’ ওয়েব সিরিজের ডাবিং শেষে শরীর প্রতিকূলে থাকা ঘুমিয়ে পড়েছিলেন রোশান। সকালে ঘুম থেকে উঠে দেখে এলাহি কারবার! চ্যানেল আই অনলাইনকে রোশান বলেন, সকালে দেখি ফেসবুকে পোস্ট, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপে জন্মদিনের শুভেচ্ছায় ভরে গেছে। রীতিমত ভালোবাসা সিক্ত হচ্ছি। কিভাবে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করবো ভাষা খুঁজে পাচ্ছি না।

মানুষের এসব শুভেচ্ছাকে ‘ভালোবাসার বহিঃপ্রকাশ’ বলে মনে করেন রোশান। তিনি বলেন, ফ্যানরা জন্মদিন আমাকে নানাভাবে খুশি করতে চায়। বিভিন্ন জায়গা থেকে কেট কাটে, ভিডিও বানায়। এগুলো দেখে আমি ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ি। আর জন্মদিন এলে শৈশবের কথা খুব মনে পড়ে। তখন বন্ধুরা বাসায় আসতো। কেট কেটে খাওয়াদাওয়া করতো। আব্বুও কেক এনে আমাকে খুশি করতো। যখন ক্লাস টুতে পড়ি তখন আব্বু খুব সুন্দরভাবে কেট সাজিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। বুঝতে পারার পর থেকে সেই বছরের জন্মদিনটি আমার কাছে প্রতিবারই মনে পড়ে।

বড়পর্দাতে নিজেকে ব্যস্ত রেখেছেন রোশান। তার হাতে ‘পাপ’, ‘প্রেম পুরাণ’, ‘মায়া দ্য লাভ’, ‘রিভেঞ্জ’, ‘বিট্রে’, ‘লন্ডন লাভ’, ‘কর্পোরেট’, ‘জামদানী’সহ কয়েকটি ছবি আছে। রোশান জানান, ১৪ নভেম্বর কলকাতা একটি ছবি করতে যাবেন। শিগগিরই খরবটি সবাইকে জানাবেন তিনি।

রোশান বলেন, ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির পর ডজনখানেক সিনেমার প্রস্তাব পেয়েছি। এরমধ্যে আটটি সিনেমা না করে দিয়েছি। ‘অপারেশন সুন্দরবন’ দেখার পর দর্শক আমার উপর আস্থা রেখেছেন। তাই আমি তাদের বিশ্বাস রাখতে ওই আটটি সিনেমা ছেড়ে দিয়েছি। আগে গল্প মুখে শুনে সিনেমা করতে চাইতাম। কিন্তু এখন চিত্রনাট্য পড়ি, কোন টিম বানাবে সব খোঁজখবর নেই। সবকিছু বিবেচনা করে পছন্দ হয়নি বিধায় সিনেমাগুলো ছাড়ি।

অর্থ নয় ভালো কাজকে প্রাধান্য দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে রোশান বলেন, শেষ একমাসে চৌদ্দটি সিনেমার স্ক্রিপ্ট পেয়েছি। আমি চাই অন্তত দুটি সিনেমা যেন করতে পারি। আমি মনে করি, এখন ভালো কাজের বিকল্প নেই। সেজন্য টাকার চেয়ে ভালো সিনেমা প্রাধান্য দিচ্ছি। সিনেমা যেহেতু আমার পেশা সেদিক থেকে অর্থের অবশ্যই প্রয়োজন আছে। বছরে দু-একটা সিনেমা করলে তো আমার লাইফস্টাইল মেইনটেইন করতে পারবো না।

‘সিনেমা করে যে পারিশ্রামিক পাই সেটা পর্যাপ্ত নয়। তবে দিনে দিনে আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে। সামনে আমাদের সিনেমার অবস্থা আরও চাঙ্গা হবে। এই ভেবে কখনই বিষন্ন লাগে না।”

২০১৬ সালে ‘রক্ত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন রোশান। ২০টির মতো সিনেমা করেছেন তিনি। গত কয়েক বছরে চলচ্চিত্রের উত্থান-পতন দেখছেন রোশান। এরমধ্যেই চলচ্চিত্রকে পেশা হিসেবে নিয়েছেন। রোশান বলেন, এখন ভালো সিনেমা তৈরি হচ্ছে। দর্শকদের সিনেমা দেখার মানসিকতা বেড়েছে। আমার সংকটে ভুগছি। সারাদেশে সিনেমা দর্শক আছে। ঢাকার বাইরে যদি আরও বেশি আধুকিন সিনেমা হল হয় তবে মানুষ সিনেমা দেখবেই। প্রচুর মানুষ জানান, ভাই আমাদের এদিকে ভালো সিনেমা হল নাই। পরিবেশ ভালো হলে এমন হাজার হাজার আবার হলে ফিরবে।