প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নানামুখী প্রতিকূলতা ও স্বাধীনতা বিরোধীদের সৃষ্ট বৈরি পরিস্থিতি পার করেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। রাজনৈতিক নেতৃত্বই উন্নয়ন ও অগ্রগতি করতে পারে, ভবিষ্যত প্রজন্মকে এই অগ্রগতি ও গণতান্ত্রিক ধারা ধরে রাখতে হবে।
রোববার (১৬ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের অষ্টম সভায় এসব কথা বলেন তিনি।
‘সরকার গঠনের পর থেকে প্রশিক্ষণ ও গবেষণার ওপর গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার। এ পর্যন্ত প্রায় লক্ষাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী দেশে-বিদেশে সল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নিয়েছে।’
সরকার প্রধান বলেন, করোনার পর যুদ্ধ পরিস্থিতি পেরিয়ে এখনও অর্থনৈতিক অগ্রগতির যে ধারা ধরে রেখেছে বাংলাদেশ তা যেন অব্যাহত থাকে। নিজ টাকা পদ্মা সেতু নির্মাণ এদেশের মর্যাদা বদলে দিয়েছে এবং তা ধরে রাখতে হবে।

ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে সময়ের সাথে তাল মিলিয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন