বিশ্ব পরিস্থিতির কারণে জিনিসপত্রের দাম আরোও বাড়ার আশঙ্কা প্রকাশ করে, দেশে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ঐতিহাসিক ৬ দফা দিবসে আওয়ামী লীগের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পোশাক শিল্পখাতে অস্থিতিশীলতা সৃষ্টির কারণে যদি রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে সব হারাতে হবে।
ছয় দফা দিবস স্মরণ করে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। গণভবন থেকে আলোচনা সভায় অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬৬’র ছয়দফা আন্দোলন স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে। ৬ দফার মধ্য দিয়েই বাংলার স্বাধীনতা আর স্বাধিকার আন্দোলন নতুন মাত্রা অর্জন করে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে স্থিতিশীলতা রয়েছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে, উন্নয়ন হচ্ছে।
এর আগে, ঐতিহাসিক ৬ দফা দিবসের সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়াও দলের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
বিজ্ঞাপন