প্রধানমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন শনিবার
প্রায় সাড়ে চার বছর পর আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এবারের সফরে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান। পুরো ময়মনসিংহ জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ।