গাছ বলতে প্রথমেই মাথায় আসে, সবুজ-সতেজ ডালপালা যুক্ত গাছ, সাথে নানা ধরণের ফুল এবং ফল। তবে সেই গাছের গাছের দাম যদি হয় ৫ লাখ ৫০ হাজার টাকা, তাহলে একটু চমকে যেতেই হয়। এমন গাছের দেখা মিলবে রাজধানীতে চলমান জাতীয় বৃক্ষ মেলায়।
৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ প্রতিপাদ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে শুরু হয়েছে বৃক্ষ মেলা ২০২৩। দেশি-বিদেশী ফুল গাছসহ বিভিন্ন ফলজ, সবজি, ঔষধি ও বনজ গাছ বেচাকেনা চলছে ১১০টি স্টলে।

গাছের দাম সম্পর্কে বিক্রেতা সুমন চ্যানেল আই অনলাইনকে বলেছেন, “আমাদের দোকানের সবচেয়ে দামি গাছ ফিকাস বনসাই। এই গাছ আমরা চীন থেকে নিয়ে এসেছি, যার বয়স প্রায় ৩৫ বছর। এবছর এই গাছের দাম উঠেছে ৫ লাখ ৫০ হাজার টাকা। আমরা গত বছর এমন একটি গাছ বিক্রি করেছিলাম ৩ লাখ ২০ হাজার টাকায়।”

মেলা ঘুরে দেখা গেছে ক্রেতাদের আগ্রহ জায়গা ঘিরে রয়েছে দেশীয় সব ফলের গাছ। তবে অনেকেই খুঁজছেন কিছু বিদেশী গাছ। এমনই একজন ক্রেতা ফাতেমা হামিদ চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, “আমরা দেশী ফল যেমন আম, লটকন, জাম, কদবেল গাছ এসব কিনেছি।”
গাছ পরিচর্যার সব ধরণের কীটনাশক এবং সার পাওয়া যাচ্ছে এই মেলায়। গাছের সার বিক্রেতা ফজল চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, “ভিটামিন এনপিকে ১৯-১৯ তে নাইট্রোজেন, ফসফরাস এবং লিথিয়াম থাকে যা গাছের বৃদ্ধির জন্য উপকারী, এনপিকে ১২-৬১ এটি গাছের ফুলের জন্য কাজ করে। আমাদের কাছে এমন অনেক সার এবং ভিটামিন আছে যেগুলো গাছের জন্য প্রয়োজনীয়।”

গত বছরের তুলনায় মেলা কিছুটা কম জমজমাট বলে জানিয়েছেন বিক্রেতারা। তাদের আশা ঈদুল আযহার ব্যস্ততার পর জমে উঠবে মেলা। অন্য দিকে ক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় মেলায় গাছের মজুদ কম এবং তুলনা মূলক গাছের দামও বেশি।
ঈদুল আজাহার আগে ২৬ জুন পর্যন্ত চলবে মেলা। ঈদের ছুটির পর ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চলবে মেলা। বৃক্ষ প্রেমীদের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে মেলা।







