চালের দাম ৩ টাকা এবং আটার দাম ৮ থেকে ১০ টাকা বেড়েছে

চিনি আছে, চিনি নেই খুচরা দোকানে চিনি কিনতে গিয়ে এই হলো ক্রেতাদের অভিজ্ঞতা। পাওয়া গেলেও কেজি প্রতি দাম দিতে হচ্ছে প্রায় দেড়শ টাকা। চিনি ছাড়া ক্রেতার কপালে ভাঁজ ফেলছে আর দুটো পণ্য- চাল এবং আটা। সপ্তাহের ব্যবধানে চালের দাম ৩ টাকা এবং আটার দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। কমেছে মুরগি, ডিম, গরুর মাংস এবং শাক-সবজির দাম কমেছে।
বিজ্ঞাপন