চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সারাদেশের বাজারে অভিযান চলছে, চালের দাম কমেনি

রাজধানীতে চালের দাম কমেনি। বাড়তি দামেই ভোক্তাদের চাল কিনতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, অভিযানের কারণে চালের বাজার এখন স্থিতিশীল। মিলার পর্যায়ে দাম না কমালে দাম নিয়ন্ত্রণে আসবে না। চতুর্থ দিনের মতো রাজধানীসহ সারাদেশের বাজারগুলোতে অভিযান চালিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের টিম।

ভরা মৌসুমেও রাজধানীর বাজারগুলোতে চালের দাম উর্ধ্বমুখী। দু’সপ্তাহ আগে কেজি প্রতি চিকন ও মোটা চালের দাম ১০ থেকে ১২টাকা বাড়ার পর আর কমেনি।

ব্যবসায়ীরা বলছেন, উত্তরাঞ্চলের মোকাম, মিলার ও পাইকারী পর্যায়ে দাম না কমা পর্যন্ত খুচরা বাজারে দাম কমবে না।

বাজার নিয়ন্ত্রণে রাখতে ও মজুদদারদের খুঁজে বের করতে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের ৫টি টিম। ফুড গ্রেইড লাইসেন্স না থাকায় মহাখালী কাঁচাবাজারের এক চাল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চালের দাম না কমা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ শামসুজ্জামান ।