চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদরাত পর্যন্ত ডাকাতি করে ঈদে বাড়ি ফেরার পরিকল্পনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ন ১৫, মার্চ ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

শাহাদাত হোসেন নামে একজন রাজধানীর মতিঝিলের একটি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার। ক্লায়েন্টের ৭১ লাখ টাকা ব্যাংকে জমা দিতে ৬ মার্চ সকাল ৯টা ৫৫ মিনিটে বাসা থেকে বের হন। এরপর সেই টাকা নিয়ে রিকশায় মতিঝিলে ইসলামী ব্যাংকে যাচ্ছিলেন। ফকিরাপুলের ক্যাফে সুগন্ধা হোটেলের সামনে এলে তাকে আটকানো হয়।

যারা আটকায়, তাদের শরীরে পরা ছিল ডিবি পুলিশের জ্যাকেট, হাতে ওয়াকিটকি, স্প্রিং লাঠি ও হ্যান্ডকাপ। এ সময় তারা ডিবি পরিচয়ে শাহাদাতকে রিকশা থেকে নামিয়ে একটি সাদা রঙের হাইস গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।

এরপর গাড়িতে বসিয়ে গামছা দিয়ে চোখ-মুখ ও বেল্ট খুলে হাত বেঁধে ফেলে ডাকাত দল। একপর্যায়ে জোর করে কাঁধে থাকা ব্যাগভর্তি ৭১ লাখ টাকা, মোবাইল ও মানিব্যাগ নিয়ে নেয়। এরপর ভুক্তভোগীদের গাড়ির সিটের নিচে শুইয়ে দিয়ে বুকের ওপর পা রাখে ডাকাত দল। চিৎকার করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। প্রায় ঘণ্টাখানেক পর গাড়ির গতি কমিয়ে শাহাদাতকে গাড়ি থেকে ফেলে দেয়। ঘটনার দুদিন পর রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন ভুক্তভোগী।

ওই মামলা তদন্ত করতে গিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ এই ডাকাত দলের সন্ধান পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।  সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে  মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাতির ১২ লাখ টাকা উদ্ধারসহ তাদের কাছ থেকে জব্দ করা হয় পাঁচটি মোবাইল, ডিবির জ্যাকেট, হ্যান্ডকাপ, খেলনা পিস্তল, স্প্রিং স্টিক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল ও পুলিশ লেখা নেভি ব্লু ব্যাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দ্বীন ইসলাম, মো. সবুজ, সিফাত ইসলাম রাজী, মাজারুল ইসলাম, আব্দুস সালাম হাওলাদার।

ডাকাতির জন্য হোটেল ভাড়া
গোয়েন্দা পুলিশ বলছে রমজান মাস ঘিরে কোথায় কোথায় ডাকাতি করবে, তার একটি পরিকল্পনা গ্রহণ করেছিল একটি ডাকাত দল। এ জন্য রাজধানীর মগবাজারে একটি হোটেলও ভাড়া নিয়েছিল তারা। তাদের পরিকল্পনা ছিল চাঁদরাত পর্যন্ত ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করবে। এরপর ঈদে বাড়ি ফিরে যাবে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি করার সময় অনেক আসামিকে এর আগে গ্রেপ্তার করেছি। চলতি মাসেও ডিবি পরিচয়ে একটি কোম্পানির ৭১ লাখ টাকা ডাকাতি করা হয়। ওই ডাকাতির ঘটনায় জড়িত পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছি।

ধনাঢ্য ব্যক্তি থেকে সিএনজি চালক ছাড় পেত না কেউই!
ডিবি প্রধান বলেন: শুধু ব্যাংক কেন্দ্রিক টার্গেট করে ডাকাতিই নয়, হানি ট্র্যাপে সিদ্ধহস্ত ছিল এই চক্রটি জানিয়ে হারুন অর রশীদ বলেন, তারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা ধনাঢ্য ব্যক্তিদের অপহরণ করে সুন্দরী তরুণীদের দিয়ে ছবি বা ভিডিও করে ব্ল্যাকমেলের মাধ্যমে মুক্তিপণ আদায় করতো। কখনও কখনও তারা সিএনজিচালিত অটোচালকদেরও ছাড় দিতো না। ২০ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে ছিনতাই করা সিএনজি ছেড়ে দিতো। কখনও কখনও তারা সোনা ব্যবসায়ীদেরও টার্গেট করে মুক্তিপণ আদায় করতো।

Reneta

যেভাবে হতো ডাকাতির পরিকল্পনা
মহানগর ডিবিপ্রধান হারুন বলেন: গ্রেপ্তার সিফাত ইসলাম রাজী ও মাজারুল ইসলাম ব্যবসায়ীদের অর্থ হস্তান্তরকারী ব্যক্তিদের টার্গেট করতো। এরপর অর্থ উত্তোলনের স্থান, জমা দেওয়ার স্থান পর্যবেক্ষণ করতো। এ দুজন টার্গেট ব্যক্তির তথ্য সংগ্রহ করে দ্বীন ইসলাম ও অন্য আসামিদের সরবরাহ করতো। নিদিষ্ট তারিখে টার্গেট ব্যক্তির পথে প্রাইভেট কার নিয়ে অবস্থান করতো তারা। ভুক্তভোগী বা টার্গেট ব্যক্তি সেখানে এলে দ্বীন ইসলাম, সবুজ, সিফাত ইসলাম রাজী, মাজারুল ইসলাম, আব্দুস সালাম মিলে গতিরোধ করে ওই ব্যক্তিকে জোর করে গাড়িতে তোলে।পরে গাড়িটি ভুক্তভোগীকে নিয়ে ঢাকা ও আশপাশ এলাকায় ঘোরাঘুরি করে নির্জন স্থানে ফেলে রেখে যায়। এরপর দ্বীন ইসলাম ডাকাতির ৩০ শতাংশ এবং বাকি ২০ শতাংশ টাকা অন্যরা নেয়। অজ্ঞাতনামাদের মধ্যে ৫০ শতাংশ ডাকাতির অর্থ ভাগ করে দেওয়া হয়। দ্বীন ইসলাম আসামি সবুজকে ডাকাতির দিনের সকল খরচ বহন করতে বলত ও আব্দুস সালাম হাওলাদারকে একটি প্রাইভেটকার নিয়ে আসার দায়িত্ব দিত। দ্বীন ইসলাম ও অজ্ঞাতনামা আসামি ডাকাতির দিন পুলিশের ডিবি জ্যাকেট, হ্যান্ডকাপ, খেলনা পিস্তল, স্প্রিং স্টিক নিয়ে আসত।

ডিবির কথা বললেই গাড়িতে উঠে যেতে হবে কেন?
গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেন: ডিবির কথা বললেই গাড়িতে উঠে যেতে হবে ব্যাপারটা সে রকম নয়। দিনের বেলায় কেউ ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে উঠাতে চাইল। চিৎকার দিলেই কিন্তু মানুষজন চলে আসত। ডাকাতিটা আর হতো না। আর এতো টাকা নিয়ে রিকশায় করে কেন যেতে হবে? গাড়ি নেন। না হলে থানা পুলিশের সহযোগিতা নেন। প্রতিষ্ঠানের মালিক বা কোম্পানিতেও ডাকাতদের সোর্স থাকে। আসল ডিবির জ্যাকেটে কিউআর কোড আছে। সেটা দেখলেই তো সব ক্লিয়ার হয়ে যায়।

তিনি বলেন, রমজান মাস। এ মাসে অনেক কেনাকাটা হবে। ব্যাংক থেকে অনেক নগদ টাকা উত্তোলন হবে। সেহরির সময়, নির্জন জায়গায়, মার্কেট, ব্যাংক পাড়ায় নিরাপত্তায় ডিবি পুলিশ কাজ করবে। কেউ ডাকাতি, ছিনতাইয়ের শিকার হলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে আমরা ব্যবস্থা নিতে পারব।

ট্যাগ: গ্রেপ্তার ৫চাঁদরাত পর্যন্ত ডাকাতির পরিকল্পনাডিবি পুলিশডিবি প্রধান হারুন অর রশীদ
শেয়ারTweetPin

সর্বশেষ

৩০০ সিনেমায় কাজ করা সেই সবুজ প্রথমবার পেলেন জাতীয় পুরস্কার!

জানুয়ারি ৩০, ২০২৬
Europa

ইউরোপা লিগে শেষ ষোলো ও প্লে-অফের টিকিট পেল যারা

জানুয়ারি ৩০, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবে তাণ্ডব-উৎসবসহ আরো যতো ছবি

জানুয়ারি ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৮ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৫০.৬ শতাংশ বৃদ্ধি

জানুয়ারি ৩০, ২০২৬

কখন আসছে ‘প্রিন্স’-এর ফার্স্ট লুক পোস্টার?

জানুয়ারি ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT