সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২০২৪ সালে অন্তর্ভুক্ত করার যে তথ্য দেওয়া হয়েছে, সেটি ভুল জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষকদের পেনশন স্কিমের কার্যকারিতা শুরু হবে ২০২৫ সালের ১লা জুলাই। শিক্ষক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি, আলোচনার মাধ্যমে শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন। আলোচনা সন্তোষজনক হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক নেতারাও।







