চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্লেনের জরুরি দরজা খুলে ফেলল যাত্রী, তারপরে যা ঘটল

বিমানে জরুরি বহির্গমন দরজা খোলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন নাগরিককে। টেক অফের কিছুক্ষণ আগে বিমানটির জরুরি স্লাইড সক্রিয় করা হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে, লস অ্যাঞ্জেলেস থেকে ফ্লাইটটি সিয়াটলের দিকে যাচ্ছিল।

লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর পুলিশ জানায়, কালো প্যান্টের সাথে একটি ডোরাকাটা লাল এবং নেভি ব্লু সোয়েটার পরা একজন যাত্রী বিমানটি টেক অফ করার সময় ফ্লাইট আটেন্ডেন্টকে জিজ্ঞাসা করে, “কি? আমি এখন কি করব?” ফ্লাইট অ্যাটেনডেন্ট বারবার লোকটিকে বসতে বললেও, সে দৌড়ে বিমানের জরুরি বহির্গমন দরজায় যায় এবং ল্যাচ ঘুরিয়ে দরজা খুলে দেয় ফলে জরুরী অবস্থায় নিচে পড়ে যায় বিমানের স্লাইড।

পুরো ঘটনাটি বিমানকে থামাতে বাধ্য করে। বিমানে থাকা যাত্রীরা জানান, লোকটি লাগেজ কার্টের পিছনে ঝাঁপিয়ে পড়ে এবং লাগেজ কর্মীরা তাকে নামতে সাহায্য করে।

এয়ারলাইনটি তাদের একটি বিবৃতিতে জানিয়েছে, “লস অ্যাঞ্জেলেস থেকে সিয়াটলের দিকে পরিচালিত আমাদের ডেল্টা ১৭১৪ নামের একটি ফ্লাইট একজন যাত্রীর অপ্রীতিকর ব্যবহারের কারণে ফিরে আসে। বিমানের কর্মীরা তাকে বের করে স্থানীয় আইন শৃঙ্খলা কর্মীদের কাছে সোপর্দ করে।”

লস এঞ্জেলেস বিমানবন্দর পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা এফবিআইকে অবহিত করেছে এবং আরো তদন্তের জন্য ওই যাত্রীকে আটক করেছে।”

এই ঘটনার পর, ওই যাত্রীর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অন্যান্য যাত্রীদের এসকর্ট করে আরেকটি প্লেনে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার কারণে ফ্লাইটটি দীর্ঘ ৩ ঘন্টা বিলম্বিত হয়।

Labaid
BSH
Bellow Post-Green View