ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে আরব দেশগুলোর বৈঠকে মিসরের প্রস্তাবিত পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গাজা উপত্যকা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছেন আরব দেশগুলোর নেতারা।
মঙ্গলবার (৪ মার্চ) কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত না করে গাজা সিটিকে পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে ৫ হাজার ৩০০ কোটি ডলার সহায়তার প্রস্তাব দেয়া হয়।
মিসরের এই প্রস্তাবে গাজার নিয়ন্ত্রণভার হামাসের বদলে সেখানে মানবিক সহায়তা প্রদান ও পুনর্গঠনের দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য একটি অন্তর্ববর্তী সরকারের হাতে দেয়ার প্রস্তাব করা হয়।
মিসরের দেয়া এই পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ কথা জানিয়েছেন। যদিও গজার নিয়ন্ত্রণে আরব দেশগুলোর প্রস্তাবের বিষয়ে হামাসের বক্তব্য জানা যায়নি।







