শাহবাগ মোড়ে দীর্ঘ এক ঘণ্টা অবস্থানের পর অবরোধ তুলে নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। অবরোধ তুলে নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান সমন্বয়করা। শাহবাগ মোড় ছেড়ে দেওয়ার পরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
সমন্বয়করা জানান, দেশের সব বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিয়ে অনলাইন বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শবিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেন, সরকারকে সংবিধানের ভিত্তিতেই সংসদে আইন পাস করে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে।
শিক্ষার্থীদের দাবি, কোটা সংস্কারের এক দফা দাবিকে ভিন্ন খাতে নেয়ার অপতৎপরতা চলছে। ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের একদফা দাবি ও সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বিক্ষোভ ও শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে বিকাল ৫ টার দিকে একটি মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন তারা। এসময়ে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
আধা ঘণ্টা অবস্থানের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়করা। দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে বলে সতর্ক করেন কোটা সংস্কারের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।







