চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাজেটে ৫টি ক্ষেত্রে আইএমএফের দেওয়া শর্তের স্পষ্ট ছাপ

আগামী অর্থবছরের বাজেটে ৫টি ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফের দেওয়া শর্তের স্পষ্ট ছাপ পাওয়া যাবে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, রাজস্ব লক্ষ্যমাত্রা বড় হবে, বাড়বে প্রত্যক্ষ করের আওতা। বিভিন্ন শিল্পে দেয়া ছাড় তুলে দিয়ে সরকারি ব্যয় ও ভর্তুকি কমাতে হতে পারে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বিপরীতে, প্রবৃদ্ধির সতর্কতামূলক বাজেট দেয়া ছাড়া সরকারের কাছে কোন বিকল্প নেই বলে মনে করেন তিনি।