চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নাট্যজন মমতাজউদদীন আহমদের জন্মজয়ন্তীতে আনন্দ আয়োজন

বুধবার (১৮ জানুয়ারি) সব্যসাচী নাট্যজন মমতাজউদদীন আহমদের ৮৯তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন ‘থিয়েটার’।

ওইদনি সন্ধ্যা সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নানা উপকরণ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করছে থিয়েটার। অনুষ্ঠানে মমতাজউদদীন আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, জীবন ও কর্মের আলোচনা অনুষ্ঠান রয়েছে।

আলোচনা পর্বে অংশ নিবেন মঞ্চসারথী আতাউর রহমান, কবি মুহম্মদ নুরুল হুদা, প্রাবন্ধিক গবেষক গোলাম কুদ্দুছ, প্রাবন্ধিক ও সাংবাদিক সোহরাব হাসান, কবি নাট্যজন মিজানুর রহমান প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রাক্তন সভাপতি ও চেয়ারম্যান প্রদীপ বণিক। ধন্যবাদ জ্ঞাপন করবেন থিয়েটারের সাধারণ সম্পাদক, অশোক রায় নন্দী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লিয়াকত আলী লাকী।

বাংলা সাহিত্যের অধ্যাপক মমতাজউদদীন আহমদ বাংলাদেশের ছিলেন একজন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও ভাষাসৈনিক। তার রচিত ও নির্দেশিত নাটক ‘সাতঘাটের কানাকড়ি’ এ দেশের নাট্যাঙ্গনে মাইলফলক হিসেবে চিহ্নিত।

অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে বর্ণচোরা, স্বাধীনতা আমার স্বাধীনতা, জমিদার দর্পণ, বটবৃক্ষের ধরমকরম, ফলাফল নিম্নচাপ, যামিনীর শেষ সংলাপ, দুই বোন, ওহে তঞ্চক, খামাখা খামাখা, স্বাধীনতার সংগ্রাম, নাট্যত্রয়ী, হৃদয়ঘটিত ব্যাপার-স্যাপার ইত্যাদি।

নাট্যচর্চায় অবদানের জন্য মমতাজউদদীন আহমদ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।

Labaid
BSH
Bellow Post-Green View