সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, আজরাইল চলে এসেছে

বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, আজরাইল চলে এসেছে। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তারা বলেন সরকার ভেবেছে বিএনপি নেতাদের মিথ্যা মামলায় সাজা দিলে নির্বাচনের মাঠ ফাাঁকা হয়ে যাবে কিন্তু সে আশায় গুড়েবালি এবার জনগণই জেগে উঠবে।