পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকার বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধের জন্য জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। ‘বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার’-প্রতিপাদ্যে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের আলোচনায়, বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। সেই সাথে জীববৈচিত্র্য তহবিল গঠনের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।






