দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা ছুঁয়ে গেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আজ (২৭ জানুয়ারি) মঙ্গলবার দেশের বাজারে নতুন এই দাম কার্যকর হবে উল্লেখ করে সোমবার বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্থানীয় বাজারের স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে পুনঃনির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে স্বাভাবিকভাবেই দেশে দাম বাড়ে।
এখন থেকে স্বর্ণের দাম প্রতি ভরি সর্বোচ্চ ৫ হাজার ২৪৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।
এছাড়া, স্বর্ণের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেটের দাম ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা।







