চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: উজানের পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

ইতোমধ্যেই জেলার নদী তীরবর্তী ২৫ টি ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। এসব এলাকার ফসলী জমিসহ গ্রামীন রাস্তা ডুবে গেছে। বাড়ি-ঘরে পানি ওঠায় এসব এলাকার মানুষ বাড়ির প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বাঁধের উপর উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে।

জেলা ত্রাণ কর্মকর্তা আকতারুজ্জামান জানান, বন্যার্তদের জন্য ইতিমধ্যেই ৯১১ মেট্রিক টন চাল, নগদ ২০ লাখ টাকা এবং ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে। এগুলো বিতরণের জন্য স্ব-স্ব এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছ ক্ষতিগ্রস্তদের তালিকা চাওয়া হয়েছে। তালিকা অনুযায়ী বিতরণ করা হবে বলে তিনি জানান।