চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে

দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়া অঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ অতিক্রম করেছে। যার মধ্যে তুরস্কে কমপক্ষে ৯১২ জন এবং সিরিয়ায় ৫৬০ জন মারা গিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৪টা ১৭ মিনিটে গাজিয়ানটেপ শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে এই ভুমিকম্প আঘাত হানে। এ সময় অধিকাংশ শহরবাসী ঘুমন্ত অবস্থায় ছিল। ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় অগণিত মানুষ। সাইপ্রাস ও লেবাননেও কম্পন অনুভূত হয়েছে।

Bkash July

ঘটনার পরপরই ক্ষতিগ্রস্থ এলাকায় তৎক্ষণাৎ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে টুইটারে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

অবস্থার অবনতি ঘটায় তুরস্ক সরকার দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে। এছাড়াও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তারা।

Reneta June

এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মন্ত্রী পরিষদের সাথে একটি জরুরি বৈঠক করেন। এই বৈঠকে তারা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

উভয় দেশের ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং আন্তর্জাতিক মহল থেকেও দ্রুত সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।

তুরস্ক ও সিরিয়া ভূমিকম্পপ্রবণ দেশগুলোর অন্যতম। তবে ধারণা করা হচ্ছে, দুটি দেশের ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভুমিকম্পের ঘটনা এটি।

 

Labaid
BSH
Bellow Post-Green View