চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছেই

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। এ সংখ্যা আরও কয়েকগুণ বেশি হতে পারে বলে আশংকা করা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংসস্তুপে আটকা পড়া মানুষের বেঁচে থাকার আশাও ক্ষীণ হয়ে যাচ্ছে।

এ পরিস্থিতিতে সরকারের উদ্ধার তৎপরতা নিয়ে তুরস্কে ক্ষোভ বাড়ছে। তুরস্কের বিরোধী দলের নেতা কেমাল কিলিকদারুগলো ব্যাপক প্রাণহানির জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দায়ী করেছেন।

পরিস্থিতি মোকাবেলায় সরকারের কিছু সমস্যার থাকার বিষয়টি স্বীকার করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ধরণের দুর্যোগ মোকাবেলায় আগে থেকে প্রস্তুত থাকা অসম্ভব মন্তব্য করে তুরস্কের প্রেসিডেন্ট রাজনৈতিক স্বার্থে নেতিবাচক প্রচারণা না চালিয়ে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন।

ভূমিকম্পে সিরিয়ায় মৃতের সংখ্যা কম। তবে বিশেষজ্ঞরা বলছেন: বিদ্রোহীনিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ ধীর হওয়ায় অনেকেই ধ্বংসস্তুপ থেকে এখনও অনেককেই উদ্ধার করা যায়নি।

উদ্ধার কাজে গতি আনতে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছে রেড ক্রিসেন্ট। ভূমিকম্পের ঘটনায় তুরস্ককে কোন বার্তা না পাঠালেও সিরিয়াকে শোকবার্তা পাঠিয়েছেন নর্থ কোরীয় নেতা কিম জং উন।