চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিকাশ থেকে গ্রামীণফোনে রিচার্জ করে মোটরসাইকেল জিতলেন গ্রাহক

KSRM

‘বাইক হবে তার, বিকাশ থেকে গ্রামীণফোনে সর্বোচ্চ রিচার্জ যার’ ক্যাম্পেইনের মোটরবাইক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে বিকাশ। এছাড়াও দু’পর্বের ক্যাম্পেইনে মোট এক হাজার ২০০ গ্রাহক জিতে নেন ক্যাশব্যাক, কুপনসহ বিভিন্ন পুরস্কার।

রোববার বিকাশের প্রধান কার্যালয়ে মোটরবাইক বিজয়ীর হাতে প্রতিকী চাবি তুলে দেন বিকাশের কমার্শিয়াল বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাফায়াতুল ইসলাম খান এবং ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল ইসলাম চৌধুরী।

Bkash July

বিকাশের অন্যতম জনপ্রিয় সেবা মোবাইল রিচার্জে গ্রাহকদের আরও উৎসাহিত করতে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়। গ্রাহকদের অভূতপূর্ব সাড়া ও আগ্রহের কারণে ২৩ থেকে ২৯ মে পর্যন্ত তৃতীয়বারের মতো ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে। এবারও বিকাশ থেকে যেকোন গ্রামীণফোন নাম্বারে সর্বোচ্চ রিচার্জে বাইকসহ অসংখ্য পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

বিকাশের ফেসবুক পেজ এবং www.bkash.com/page/bKash-GP-Bike3 লিংকে অফারের বিস্তারিত জানতে পারবেন গ্রাহকরা।

Reneta June
I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View