শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের একটি বাগান থেকে ধারালো অস্ত্রের আঘাতে নিহত রফিক মিয়া (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ২০ জানুয়ারি ভোরে বাগানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত রফিক একই ইউনিয়নের প্রতাবিয়া গ্রামের মৃত শাহ ফকিরের ছেলে।
পরিবারিক বরাত দিয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে রফিক মিয়া ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি। রফিক মিয়ার প্রতিবেশি ওমেদ আলী এবং আঙ্গুর মিয়া গংদের সঙ্গে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে নিহতের পরিবার। নিহতের মাথায়, গলায় ও কানের পাশে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে।
ওসি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।







