রাজধানী ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম নিরাপত্তা সংলাপ।
আজ (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির রাজনৈতিক সামরিক বিষয়ক দপ্তরের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মিরা রেজনিক।
বৈঠকের আলোচ্য সূচিতে বেসামরিক নিরাপত্তা ও মানবাধিকার, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন ও শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তার বিষয় রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন দূতাবাস।
এছাড়াও অবাধ, উন্মুক্ত ও নিরাপদ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠা নিয়ে দু’দেশের বেসামরিক পর্যায়ের জ্যেষ্ঠ্য কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।








