চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনিশ্চিত রাহুল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে ঊরুর চোটে পড়েন লোকেশ রাহুল। চোট নিয়েই পরে ব্যাট করতে নামেন। ম্যাচ প্রায় হাতের বাইরে- এমন সময় ব্যাট করতে কেন নেমেছিলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। রান নেয়ার জন্য দৌড়তেও পারছিলেন না।

এমন ঝুঁকি নিয়ে ব্যাট করতে নেমে রাহুল সর্বনাশই ডেকে এনেছেন। আইপিএলের চলতি আসরে আর খেলতে পারবেন না। ৭ জুন থেকে শুরু হতে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উইকেটরক্ষক-ব্যাটারের খেলা অনিশ্চিত।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে রিশভ পান্ট এখন ভারতীয় দলের বাইরে। এমন অবস্থায় রাহুলকে উইকেটরক্ষক হিসেবে দলে চাইছিল টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডের কন্ডিশনে রাহুলের রয়েছে দুটি টেস্ট সেঞ্চুরি। তিনি খেললে মিডল অর্ডারে বড় ভরসার প্রতীক হতে পারবেন। সেজন্য চোটের অবস্থা পর্যবেক্ষণে স্ক্যান করানোর জন্য তাকে দ্রুত মুম্বাই পাঠানো হয়েছে।

ইতিমধ্যেই চোটের জন্য মাঠের বাইরে শ্রেয়াস আয়ার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাহুল খেলতে না পারলে একবছরেরও বেশি সময় পর আবারও ভারতের একাদশে সাদা পোশাকে ফিরতে পারেন আজিঙ্কা রাহানে।