চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বান্দরবানে র‌্যাবের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি

আটক ৫

বান্দরবানে র‌্যাবের সাথে নব্য জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আট সদস্য আহত হয়েছেন। সন্ত্রাসীদের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি বিকেলে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভোরে গোলাগুলির ঘটনা ঘটে।

এম খুরশীদ হোসেন বলেন, বান্দরবানের থানচি লিক্রী সড়কের ২৭কিলোমিটার নামক স্থানে রেমাক্রী ব্রিজ এলাকার রুমা উপজেলার রেমাক্রী প্রাংশা ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার ৫ জঙ্গি সদস্যকে আটক করা হয়। সন্ত্রাসীদের পাল্টা আক্রমণে র‌্যাবের আট সদস্য আহত হয়েছেন।

তিনি জানান, পাহাড়ের সশস্ত্র বাহিনী কেএনএফ ও নব্য জঙ্গীদের প্রশিক্ষণ ক্যাম্প আস্তানায় অভিযান চালায় র‌্যাব। এসময় অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এতে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়লে দু’পক্ষের মধ্যে গোলাগুলি চলতে থাকে।

র‌্যাবের মহাপরিচালক আরও জানান, নব্য জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যদের অর্থের বিনিময়ে পাহাড়ের দুর্গমাঞ্চলে বিভিন্ন স্থানে জঙ্গী প্রশিক্ষণে সহযোগিতা করে আসছে কেএনএফ। আর এমন সংবাদে ইতোমধ্যে র‌্যাবের অভিযানে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি উপজেলাসহ বিভিন্নস্থান থেকে ৩৮ জন জঙ্গী এবং ১৪ জন কেএনএফ সদস্যকে যৌথবাহিনী আটক করে হাজতে প্রেরণ করেছে।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব  গোয়েন্দা শাখার পরিচালক মশিউর রহমান জুয়েল, বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং র‌্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২০ সাল থেকে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্টি বম সম্প্রদায়ের কিছু যুবক কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলে। পরে তাদের আশ্রয়ে সশস্ত্র প্রশিক্ষণে যুক্ত হয় সমতল থেকে আসা নব্য জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার বেশ কিছু সদস্য। এদিকে তাদের নির্মূলে গত বছরের অক্টোবর মাস থেকে পাহাড়ে অভিযান চালাচ্ছে যৌথবাহিনীর সদস্যরা।

Labaid
BSH
Bellow Post-Green View