মহান বিজয়ের মাস ডিসেম্বর। এ উপলক্ষে মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান প্রচার করে চ্যানেল আই। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দিনভর বিশেষ অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই।
তারই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে টেলিফিল্ম ‘তুমি আসবে বলে’। নির্মাতা সতীর্থ রহমান বলেন, এর গল্প ১৯৭১ এর মুক্তিযুদ্ধকে ঘিরে হলেও সমসাময়িক ঘটনা এখানে প্রাধান্য পাবে।
যেখানে টাপুরের বর্তমান সময়ের চরিত্রে অভিনয় করেছেন তার মা ছন্দা। লিখেছেন লিটু সাখাওয়াত হোসেন। টেলিছবিতে আরো অভিনয় করেছেন তনয় বিশ্বাস, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।








