এক ধাঁচের নাটক হয় যেগুলোর মূখ্য উদ্দেশ্য ‘ভিউস’। দেখা যায়, উদ্ভট নাম নির্ভর এসব নাটকে গল্প নিয়েও আছে নানা অভিযোগ, কিন্তু ফেসবুক ক্লিপস বা ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউস! অতীতে এমন কিছু কাজ অনুরোধে করলেও বিগত দু-বছর ধরে ওই ধাঁচের নাটক থেকে একেবারে নিজেকে দূরে সরিয়ে ‘গল্প কেন্দ্রিক নাটক’ করে আসছেন অভিনেতা তৌসিফ মাহবুব।
তবে এসব নাটক শুরুতে কম মানুষের কাছে পৌঁছুলেও ইদানীং তৌসিফ অভিনীত ‘গল্প নির্ভর নাটকগুলো’ বেশি দর্শক দেখছেন। এসব নাটকে নেই সস্তা রোমান্স বা ভাড়ামো মার্কা কমেডি! মাস দুয়েক আগে রিলিজ হওয়া নিজের অভিনীত ‘চাঁদের হাট’, ‘লাভ সাব’, ‘মন বোঝে না’, ‘রূপকথা’ নাটকগুলোর পোস্টার দিয়ে দর্শকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ ফেসবুকে পোস্ট দিয়েছেন সবার প্রিয় অভিনেতা তৌসিফ।
চারটি নাটকই গল্প নির্ভর হওয়া সত্বেও দুটি নাটক দেড় কোটি এবং দুটি নাটকে কোটির উপর ভিউস! অবশ্যই তৌসিফ জানালেন, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে কারণে অনেকদিন ইন্টারনেট বন্ধ ছিল। সেই সঙ্গে রাজনৈতিক অস্থিরতায় মানুষ তুলনামূলক কম নাটক দেখেছেন! নইলে প্রতিটি নাটকে কয়েক মিলিয়ন করে বেশি ভিউস হতো।
এই অভিনেতার ভাষ্য, যদিও ভিউস টার্গেট করে কাজ করা হয় না তার। চ্যানেল আই অনলাইনকে তৌসিফ মাহবুব বলেন, গত দুই বছর ধরে গল্প নির্ভর কাজ করেছি। এসব কাজ করে ভিউসের আশা করি নাই। কিন্তু এতো এতো দর্শক দেখেছেন যেটা আমি পজিটিভভাবে দেখছি। যখন সিদ্ধান্ত নিয়েছি, মানুষ যেন আমার উপর ভরসা রেখে আমার নামে সার্চ করলে রোম্যান্টিক বা ফানি হোক ভালো গল্পের কাজ পায় এবং সেই গল্পটি পুরোটা দেখে, এই টার্গেটগুলোতে এক-দুই মিলিয়ন ভিউস হতো। তখন প্রযোজকদের বুঝিয়ে, নিজে সেক্রিফাইস করে পারিশ্রমিক বাদ দিয়ে দুইদিনের টাকায় চারদিন ধরে শুটিং করে প্রতিটি গল্পের প্রাণ রেখেছি।
তৌসিফ মাহবুব বলেন, অনেক কষ্ট করে করা কাজগুলো এখন বেশি দর্শক দেখছে। এই দর্শক এখন আমাকে বিশ্বাস করছে। তাই নিজের উপর প্রাউড ফিল হচ্ছে। প্রযোজক বা নির্মাণের সঙ্গে জড়িতদের আগের মতো বোঝাতে হচ্ছে না। তারাও বুঝতে পারছে যে, আমি যেভাবে কাজ করছি সেটা দর্শক পছন্দ করছেন। তাই প্রযোজকরাও আমার কাজে বিশ্বাস রাখছে। এজন্য খুব বেছে বেছে গল্প সিলেক্ট করে কাজ করে যাচ্ছি।
শেষ জুলাইয়ে থাইল্যান্ডে শুটিং করেছিলেন তৌসিফ। অনেকে কাজে ফিরলেও তৌসিফের নতুন কাজে ফেরা হয়নি। বললেন, যেহেতু বেছে কাজ করি, আমার কাজগুলোয় ১২ থেকে ১৫ লাখ বা তার বেশি বাজেট থাকে। এই বাজেটে কাজ শুরু হলে আরও বেটার কাজ নিয়ে শুটিংয়ে নামবো। এখন প্রচুর স্টাডি করছি, ফিল্ম দেখছি, গল্প লিখছি, অনলাইন কোর্স করছি, শরীর চর্চাসহ নিজেকে প্রস্তুত করতে অনেককিছু করছি।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/09/tsusif-2024-750x536.jpg)







