বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার মাধ্যমে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনীতিতেও গভীর প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হওয়ার পাশাপাশি ভোটের মাঠে নতুন গতি সঞ্চার হবে। বিশ্লেষকদের মতে, নানামুখী চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে তারেক রহমানকে।







