ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে রাতভর বিরতিহীন নির্বাচনী প্রচার চালিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার ২২ জানুয়ারি রাতভর প্রচন্ড শীত উপেক্ষা করে দলের নেতাকর্মীসহ বিপুল মানুষ তারেক রহমানের নির্বাচনি প্রচারে যোগ দিয়েছেন।
রাষ্ট্রগঠনে নিজের পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সবার কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান।
সিলেট, মৌলভীবাজার আর হবিগঞ্জে নির্বাচনী সমাবেশের পর বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিএনপি চেয়ারম্যান যান ব্রাক্ষণবাড়িয়ায়। এসময় দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে যখন তারেক রহমান পৌঁছান, তখন ঘড়ির কাঁটায় সময় রাত ১২টা। তবুও সারাদিনের অপেক্ষার ক্লান্তি ভুলে প্রিয় নেতাকে স্বাগত জানান ভৈরববাসী।
নরসিংদীর নির্বাচনি প্রচারে যখন তারেক রহমান পৌঁছান তখন গভীর রাত। তবুও নারী-পুরুষসহ সবস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল সেখানেও। বক্তব্যের পাশাপাশি ধানের শীষের প্রার্থীদের নরসিংদীবাসীর হাতে তুলে দেয়ার কথা বলেন তারেক রহমান।
সবশেষে ভোর ৫টায় তারেক রহমান নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌঁছান। ভোর রাতের প্রচণ্ড শীতেও লোকে লোকারণ্য ছিল নারায়ণগঞ্জের নির্বাচনি সমাবেশ। নারায়ণগঞ্জের আড়াইহাজারের সমাবেশের মধ্য দিয়েই প্রথম ধাপে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৭ জেলার নির্বাচনি প্রচারণা শেষ হয়।








