বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে পৌঁছেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উদ্দেশে রওনা হন তিনি। এসময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।
এর আগে শহীদ শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের অফিস খোলা থাকায় ভোটার হওয়া, ভোটার আইডি ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনে যান তারেক রহমান।
এর আগে ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই চলবে।








