চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তেলুগুতে রিমেক হচ্ছে ‘তাকদীর’, চঞ্চলের চরিত্রে কে?

শাওকী পরিচালিত সিরিজটি স্ট্রিমিং হয়েছিলো ভারতীয় প্লাটফর্ম হইচইতে। সিরিজটি এবার আসছে তেলুগু রিমেক হয়ে!

KSRM

বাংলা ভাষায় নির্মিত ওয়েব সিরিজগুলোর মধ্যে অন্যতম আলোচিত ও প্রশংসিত ‘তাকদীর’। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত সিরিজটি স্ট্রিমিং হয়েছিলো ভারতীয় প্লাটফর্ম হইচইতে। সিরিজটি এবার আসছে তেলুগু রিমেক হয়ে! এমন ঘোষণা দিল ‘তাকদীর’ এর প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

সম্প্রতি এসভিএফ এর টুইটার, ফেসবুকে এমন ঘোষণা দেয়া হয়। জানানো হয়, বাংলা ভাষার কন্টেন্ট নিয়ে প্রতিষ্ঠানটি পা রাখছে তেলুগু ইন্ডাস্ট্রিতে। আর প্রথম কন্টেন্ট হিসেবে তারা বেছে নিয়েছে তাকদীরকে। যদিও পোস্টে তাকদীরের নাম নেয়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে হইচইয়ের অফিশিয়াল টুইটার থেকে জানানো হয়, তাকদীর থেকেই রিমেক হচ্ছে তেলুগু সিরিজটি।

Bkash July

হইচই জানায়, ‘তাকদীর এবার আসছে অন্য ভাষায়, অন্য স্বাদে। এটা আমাদের জন্য গর্বের যে তাকদীর তেলুগুতে রিমেক করা হলো।’

‘দায়া’র প্রধান চরিত্রে অভিনয় করবেন কালজয়ী ছবি ‘সত্য’র জেডি চক্রবর্তী
Reneta June

জানা গেছে, তেলুগু সিরিজটির নাম ‘দায়া’। প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি তেলুগুলো ভার্সনের দুটি পোস্টারও শেয়ার করেছেন। যেখানে তাকদীর এর মতোই দেখা গেছে লাশবাহী ফ্রিজার ভ্যান। দেখা গেছে চালককেও! বুঝতে বাকি থাকে না, চঞ্চল চৌধুরীর চরিত্রটি তেলুগুতে রূপদান করেছেন জেডি চক্রবর্তী। যিনি রাম গোপাল ভার্মার কালজয়ী সিনেমা ‘সত্য’র জন্য বিশেষ সমাদৃত। আর সিরিজটি পরিচালনা করেছেন পবন সাদিনেনি।

তেলুগু ‘দায়া’ সিরিজে জেডি চক্রবর্তী ছাড়া আরও অভিনয় করেছেন এশা রেব্বা, রেমিয়া নাম্বিশান, কামাল কামারাজু, জোশ রবি ও পৃথ্বীরাজ। শোনা যাচ্ছে, জুলাইয়ের ১৪ তারিখে সিরিজটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View