চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তানজিম সাকিবকে সতর্ক করল বিসিবি

KSRM

জাতীয় দলে অভিষেকের পর উদীয়মান পেসার তানজিম হাসান সাকিবের বেশকিছু বিতর্কিত ফেসবুক পোস্ট নজরে এসেছে সবার। যা নিয়ে চলছে সমালোচনার ঝড়। পুরনো পোস্টগুলো ভাইরাল হওয়ার পর দেশের ক্রিকেটারদের অভিভাবক সংস্থা বিসিবি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। সতর্ক করা হয়েছে যুব বিশ্বকাপজয়ী দলের এ সদস্যকে। তবে শাস্তির মুখে পড়তে হচ্ছে না তানজিমকে।

কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক পোস্ট নজরে আসার পর তানজিম হাসানের সঙ্গে কথা বলেছে বিসিবি। এসব পোস্ট যে তারই দেয়া তা স্বীকার করেছেন তিনি। তবে তিনি নারীবিদ্বেষী নন বলে দাবি করেছেন।

Bkash July

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, এই ক্রিকেটারকে আপাতত তারা কেবল সতর্কই করছেন।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জালাল। বলেন, ‘ক্রিকেট বোর্ড থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও যোগাযোগ করা হয়েছে এই ব্যাপারে। তাকে আমরা এই ব্যাপারটা অবগত করেছিলাম।’

Reneta June

‘‘তার বক্তব্য হচ্ছে কাউকে আঘাত করার উদ্দেশ্যে পোস্ট দেয়নি, সে যে পোস্ট দিয়েছে সে মনে করে নিজের থেকে দিয়েছে, কিন্তু উদ্দেশ্য করে পোস্ট দেয়া হয়নি। এটা দিয়ে কারো মনে আঘাত লাগলে সে সেজন্য দুঃখিত। একটা কথা এসেছে নারীর ব্যাপারে। নারীর ব্যাপারে যে পোস্ট ছিল। সে বলেছে- ‘এটার দায় দায়িত্ব নিচ্ছি, আসলে আমি নারী বিদ্বেষী নই।’ সে বলেছে তার মা নারী, আমি নারী বিদ্বেষী হতে পারি না।’’

বিজ্ঞাপন