ভুঞাপুর উপজেলার ফলদা ঝিনাই নদীতে তিনদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শেষ হয়েছে। ফলদা এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ দেখতে লক্ষাধিক নারী-পুরুষ ও শিশুরা ভিড় জমায় নদীর দুই পাড়ে। বাইচে অংশ নেয়া নৌকার মাঝি-মাল্লাদের হৈ-হুল্লোর ও দর্শনার্থীদের পদচারনায় মুখোরিত হয়ে উঠে নদীর দুই পাড়। প্রতিযোগিতায় টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে বাহারী নাম ও রঙের ডিঙি, কুশা,ছিপ, খেল্লা, অলংগাসহ কয়েক ধরনের প্রায় অর্ধশতাধিক নৌকা অংশগ্রহণ করে। ছোট, বড় ও মাঝারি নৌকা পৃথক কয়েকটি রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।