আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দুই ম্যাচ বাকি থাকতে বৃহস্পতিবার আচমকা অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তার এমন সিদ্ধান্তের পর সিরিজের পরের দুই ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন ওপেনার রনি তালুকদার। শুক্রবার বিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
টি-টুয়েন্টি দলের অংশ হিসেবে বৃহস্পতিবার চট্টগ্রামে যান রনি তালুকদার। পরে যোগ দেন দলের সঙ্গে। রনি ছাড়াও আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি দলে থাকা নাসুম আহমেদ, শামীম হোসেন ও রিশাদ হোসেনও যোগ দিয়েছেন দলের সঙ্গে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ছিলেন রনি। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে অভিষেক হয় ডানহাতি ব্যাটারের। অভিষেকটা অবশ্য ভালো হয়নি। ১৪ বলে ৪ রান করে ফেরেন সাজঘরে। আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে দলে ডাকা হয়নি তাকে।
বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। শনিবার চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচে সিরিজে টিকে থাকতে লড়বে টিম টাইগার্স। ১১ জুলাই সিরিজের শেষ ম্যাচ গড়াবে একই মাঠে।








