বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে চলছে তামিম ইকবালের বৈঠক। রাত আটটার দিকে কালো গাড়িতে চেপে নাজমুল হাসানের গুলশানের বাসায় হাজির হন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
দিনভর নানা গোপনীয়তার পর সন্ধ্যায় বোর্ডের মিডিয়া বিভাগ থেকে জানানো হয় রাতে ব্রিফিং হবে বিসিবি সভাপতির বাসায়। ক্রিকেটার-বোর্ড আলোচনাই শুরু হতেই বেজে যায় ৮টা। সিদ্ধান্তের জন্য অপেক্ষা যে আরও দীর্ঘ হবে সেটি না বললেও চলছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে খেলায় ফেরার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। তবে ওয়ানডে অধিনায়কের সত্যিকার অর্থেই ফেরার পথে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’র হিসাব। সামনের এশিয়া কাপ, বিশ্বকাপের মতো আসরে কতটুকু ফিট আছেন টাইগার ওপেনার, সেটি নিয়েও রয়েছে প্রশ্ন।
পিঠের ব্যথার চিকিৎসা নিতে ইংল্যান্ডে যাওয়ার আগে তামিম এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন নিজের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। নাজমুল হাসানের বাসায় চলমান সভায় উপস্থিত আছেন তিনি।
সোমবার সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় ফেরেন তামিম। ব্যথা প্রশমনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের শরীরে পুশ করা হয় দুটি ইনজেকশন। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। সামনের ব্যস্ত সূচির ধকল তামিম কতটা নিতে পারবেন, সেটি নির্ভর করছে মেডিকেল বিভাগের রিপোর্টের উপর। তামিম নিজে সামনের কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, সেটিও নিশ্চিত করেই উঠে আসবে আলোচনায়।








