এই খবরটি পডকাস্টে শুনুনঃ
তাইওয়ানে চলছে ন্যাশনাল স্কুল অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ-২০২৪ আসর। আসরে ট্রিপল জাম্পে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের তামিম হোসেন। প্রতিযোগিতায় ১৪.৭৭ মিটার লাফিয়ে স্বর্ণ নিশ্চিত করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের উঠতি তারকা অ্যাথলেট।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনিরুল ইসলাম স্বর্ণ জয়ী অ্যাথলেট তামিম হোসেনকে অভিনন্দন জানিয়েছেন।
ন্যাশনাল স্কুল অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বিকেএসপি থেকে অংশগ্রহণ করেছে ১০ সদস্যের দল। গত ৩ নভেম্বর দলটি বাংলাদেশ ছাড়ে এবং ৯ নভেম্বর প্রতিযোগিতা শেষে বাংলাদেশে ফিরবে। প্রতিষ্ঠানটির জনসংযোগ অফিস থেকে জানানো হয়েছে।
বিকেএসপি দলের কোচের দায়িত্বে আছেন দুজন- ফৌজিয়া হুদা জুই ও শাহাদাত হোসেন ভূঁইয়া। প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও স্বাগতিক তাইওয়ান অংশ নিয়েছে।








