এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়ে হারের মুখ দেখেছে পাকিস্তান। আইসিসির সহযোগী সদস্য যুক্তরাষ্ট্রের কাছে সাবেক চ্যাম্পিয়নদের এমন হারে কাঠগড়ায় বাবর আজমের দল। তাতে প্রশ্ন আসছে, তবে যুক্তরাষ্ট্রকে কিছুটা হালকাভাবেই নিয়েছিল বাবরের পাকিস্তান?
ম্যাচ শেষে ২৯ বর্ষী বাবর বলেছেন, ‘দেখুন, এ ধরনের বড় টুর্নামেন্টের জন্য তো প্রস্তুতি সবসময় সর্বোচ্চ থাকে। এখানে মানসিকতার ব্যাপার বলতে পারেন। এই ধরনের দল যখন সামনে থাকে, তখন কিছুটা নির্ভার থাকতে পারেন। সবকিছু কিছুটা সহজভাবে নিতে পারেন।’
‘যেকোনো দলের বিপক্ষেই পরিকল্পনার বাস্তবায়ন করতে না পারলে তারা ম্যাচ বের করে নেবে, যেমন দলই হোক। আমার মতে, বাস্তবায়ন ঠিকঠাক করতে পারিনি আমরা। প্রস্তুতি আমাদের ভালো ছিল। কিন্তু দল হিসেবে পরিকল্পনার বাস্তবায়ন করতে পারিনি।’
গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পায়নি পাকিস্তান। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান তোলে বাবরের দল। জবাবে নেমে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩ উইকেটে ১৫৯ রান ছুঁয়ে ফেলে যুক্তরাষ্ট্র। টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করে ১ উইকেটে ১৮ রানের সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। পাকিস্তান ১ উইকেটে ১৩ রানে থামে।








