ঘরের মাঠে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে যুক্তরাষ্ট্র। শক্তিশালী পাকিস্তানের জন্য এটি প্রথম ম্যাচ হলেও স্বাগতিক দলটির জন্য দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচেও ভয়ডরহীন খেলতে আগ্রহী দলটির অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের উইকেট তাদের কাছে গুরুত্বপূর্ণ, বলছেন প্যাটেল।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্যাটেল বলেছেন, ‘প্রথম ম্যাচের ফলাফল অবশ্যই আমাদের সাহায্য করবে। আমরা ভালোকিছু মুহুর্ত পেয়েছিলাম। পরবর্তী ম্যাচেও যেন আমরা সেটা ধরে রাখতে পারি, চেষ্টা করব। পাকিস্তান ভালো দল, অভিজ্ঞতাসম্পন্ন দলটির বিপক্ষে আমাদের খেলাটা ধরে রাখার চেষ্টা করব। পাকিস্তানের ভালো অভিজ্ঞ বোলার রয়েছে। আমরা মোহাম্মদ আমিরের উপর নজর রাখছি, তাকে প্রতিহত করার চেষ্টা থাকবে আমাদের।’
পাকিস্তান অধিনায়ক বাবর আজম সম্পর্কে তিনি বলছেন, ‘সব সংস্করণের দুর্দান্ত একজন ব্যাটার বাবর আজম। সে অধিনায়ক, প্রধান খেলোয়াড়ও। তার দীর্ঘ সময় ব্যাট করার অভিজ্ঞতা রয়েছে। সুতরাং, তার উইকেট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টি-টুয়েন্টিতে সে বেশ ধারাবাহিক।’
ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দারুণ লড়াই হয়েছিল কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে কানাডা ১৯৪ রান তোলে। জবাবে ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে যুক্তরাষ্ট্র।







