চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আফগানিস্তানের বিশ্বকাপ দলে চমক ২০ বর্ষী সেলিম

টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২২

অক্টোবরে শুরু হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে চমক রেখেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ডাক পেয়েছেন ২০ বছর বয়সী সেলিম সাফি। ডানহাতি পেস-অলরাউন্ডার আছেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায়।

১৫ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন কাইস আহমেদ। আঙুলের চোট কাটিয়ে ফিরেছেন চার টি-টুয়েন্টি খেলা দারউইস রসুল।

বৈশ্বিক আসরটিতে আফগানদের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ নবী। তার ডেপুটি নাজিবুল্লাহ জাদরান।

সবশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন সামিউল্লাহ শেনওয়ারি, হাসমতউল্লাহ শাহিদি, আফসার জাজাই, করিম জানাত ও নুর আহমেদ। আফগান বহরে অতিরিক্ত খেলোয়াড় থাকছেন আফসার জাজাই, সরফুদ্দিন আশরাফ, রহমত শাহ ও গুলবাদিন নাইব।

অক্টোবর ১৬তে গড়ানো আসরে আফগানরা প্রথমে লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। ২২ অক্টোবর পার্থে শুরু হবে নবীদের বিশ্বকাপ মিশন। ২৬ অক্টোবর মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচ।

আফগানিস্তানের টি-টুয়েন্টি দল: মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমাতুল্লাহ ওমরজাই, দারউইস রসুল, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হাজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সেলিম সাফি ও উসমান ঘানি।

রিজার্ভ: আফসার জাজাই, সরফুদ্দিন আশরাফ, রহমত শাহ ও গুলবাদিন নাইব।