চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচও পরিত্যক্ত

বৈরি আবহাওয়ায় ইতিমধ্যে পরিত্যক্ত হয়ে গেল বিশ্বকাপের দুটি ম্যাচ। সোমবার জিম্বাবুয়ে-সাউথ আফ্রিকার পয়েন্ট ভাগাভাগির পর বেরসিক বৃষ্টি বুধবার মাঠে গড়াতে দেয়নি আফগানিস্তান-নিউজিল্যান্ডের খেলাও। এক পয়েন্ট তুলেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুদলকে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টি বাগড়া দিয়েছিল দিনের প্রথম খেলায়ও, তখন লড়ছিল আয়ারল্যান্ড-ইংল্যান্ড। বৃষ্টি আইনে আইরিশরা পেয়েছে ইতিহাস গড়া ৫ রানের জয়। দ্বিতীয় খেলাটি অবশ্য মাঠেই গড়াতে পারেনি। টসও হতে দেয়নি বৃষ্টি। বিকাল ৪.৩০টার দিকে অফিসিয়ালি আসে পরিত্যক্তর ঘোষণা।

Bkash July

বাংলাদেশ সময় নির্ধারিত ১.৩০মিনিটে টস হতে দেরি হয়। ফলে ম্যাচ ২টার সময় গড়াতে পারেনি। কয়েকবার টসের সময় নির্ধারণ করা হলেও বৃষ্টি কমার বদলে বেড়েছে। শেষ পর্যন্ত টসও করা হয়নি কেন উইলিয়ামসন ও মোহাম্মদ নবীদের।

টেবিলে এক নম্বর গ্রুপে ২ ম্যাচে একটি জয় নিয়ে ৩ পয়েন্ট তুলে সবার উপরে আছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ১ হারে ১ পয়েন্ট নিয়ে আফগানরা সবার তলানিতেই থাকছে। দুই পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ নম্বরে আছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া।

ISCREEN
BSH
Bellow Post-Green View