চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

একভাগ আনফিট থাকলেও খেলবেন না ফিঞ্চ

আয়ারল্যান্ডের বিপক্ষে স্বরূপে ফিরে ৪৪ বলে ৬৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন অ্যারন ফিঞ্চ। ফর্মে ফেরার বার্তায় যে সুখবর মিলেছিল, হ্যামস্ট্রিংয়ের চোটে সেটি উদ্বেগে মোড় নিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে খেলার ব্যাপারে ফিঞ্চ আগে আশারবাণী শোনালেও এবার বললেন ভিন্ন কথা। পুরো ফিট না হলে খেলবেন না, সাফ জানালেন।

শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে। জিতলেও অজিদের সেমিফাইনালে খেলাটা নিশ্চিত নয়।

এমন সময়ে ফিটনেস প্রসঙ্গে ফিঞ্চ জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে তার খেলার ৭০ ভাগ সম্ভাবনা রয়েছে। তবে একভাগও নিজেকে আনফিট মনে হলে অস্ট্রেলিয়ার জন্য কোনোভাবেই খেলার ব্যাপারে আপস করবেন না।

ম্যাচের আগেরদিন অনুশীলনের মঞ্চে যেতে যেতে ফিঞ্চ বলেছেন, আমার হয়তো খেলার সম্ভাবনা ৭০ ভাগ, না খেলার ৩০ ভাগ। কিন্তু আজ বিকেলে সঠিকভাবে পরীক্ষা করে দেখব যে আমার খেলায় চোট কোনো বাধা সৃষ্টি করে কিনা।

ওয়ানডে থেকে বিদায় নিয়ে ফেলেছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটেও শেষ টানবেন, এমন ইঙ্গিত ফিঞ্চ আগেই দিয়েছেন। পরিস্থিতি এমন, সেমিতে উঠতে না পারলে হয়তো মাঠ থেকে তার অবসর নেয়া হবে না।

অস্ট্রেলিয়ার অধিনায়কের সাফ কথা, যদি আমার মনে হয় একভাগও ফিট নই, তাহলে দলের পারফরম্যান্সের স্বার্থে আমি চোটের সঙ্গে আপোষ করে খেলবো না। যদি কোনো ব্যথা বা এরকম কিছু অনুভব করি, তবে খেলবো না।

৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় এক নম্বর গ্রুপে এখনো টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৫ পয়েন্ট করে পাওয়া ইংল্যান্ড দুই ও অস্ট্রেলিয়া তিনে আছে রানরেটের কারণে।

আফগানিস্তানের বিপক্ষে জিতলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৭। আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলে নিউজিল্যান্ডও ঝুলিতে ৭ পয়েন্ট ভরবে। আবার শ্রীলঙ্কাকে হারালে ইংল্যান্ডেরও ৭ পয়েন্ট জুটবে। তখন রানরেটে বাজে অবস্থায় থাকা অস্ট্রেলিয়া পড়বে বাদ।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচে হারে, তবে ৬ পয়েন্ট নিয়ে এক নম্বর গ্রুপে চ্যাম্পিয়ন হবে শ্রীলঙ্কা। রানরেটে অনেক এগিয়ে থাকায় কিউইরা তখন শেষ চারে যাবে।

গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে জিতে নিজেদের কাজ সেরে রাখতে হবে। এরপর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কোনো একটি দলের হার চাইতে হবে।