চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিলেটে বন্যার্তদের উদ্ধারে মাঠে সেনাবাহিনী

বন্যায় বিপর্যস্ত জনজীবন

গত কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে এক মাসের মাথায় ফের বন্যার কবলে পড়েছে সিলেট। ফলে চরম দুর্ভোগে পড়েছেন লাখ লাখ পানিবন্দী মানুষ।

রাস্তাঘাট পানিতে সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় লাখো বন্যার্ত মানুষকে উদ্ধারের জন্য সেখানে পৌঁছাতে পারছেন না কেউ। ফলে প্রশাসনের অনুরোধে বানভাসী মানুষকে উদ্ধারে সেনাবাহিনী মাঠে নামানো হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আশ্রয়কেন্দ্র খোলা হলেও সেখানে তারা পৌঁছাতে পারছেন না। আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে যেতে এসব এলাকার বাসিন্দারা আর্তনাদ জানাচ্ছেন। এছাড়াও খাবার ও বিশুদ্ধ পানির জন্য চলছে হাহাকার।

বন্যায় সারা দেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎহীন রয়েছে পুরো জেলা।

অন্যদিকে, টানা কয়েক দিনের ভারী বর্ষন ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির ফলে ব্যারেজের ভাটিতে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। এতে ১০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে বীজতলাসহ নানা ফসলি জমি।