সিলেট জেলা বিএনপি নেতা আ.ফ.ম কামালকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার মাজার গলিতে এ ঘটনা ঘটে।

নিহত কামাল জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ল’ কলেজের সাবেক জিএস।
পুলিশ জানায়, রাতে নিজের গাড়িযোগে বিএনপি নেতা কামাল বড় বাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় মাজার রোডে তার গাড়ি আটকে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে।