বৃটেনের রাজা চার্লসের সম্মাননা এমবিই খেতাব পেলেন সৈয়দ সামাদ আলী

বাংলা ভাষা শিক্ষায় বিশেষ অবদান রাখায় বৃটেনের রাজা চার্লসের সম্মাননা এমবিই খেতাবে ভূষিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সামাদ আলী। তরুণ প্রজম্মের মধ্যে বাংলা শিক্ষা বিস্তারে অসামান্য অবদানের জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়। রাজা চার্লসের প্রথম নববর্ষ সম্মাননা এমবিই খেতাব হিসেবে তাকে এ স্বীকৃতি দেয়া হয়। যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড থেকে আরো জানাচ্ছেন মোহাম্মদ আলমগীর।