চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শেয়ার বাজারে টানা মন্দা

দেশের শেয়ারবাজারে টানা মন্দা অবস্থা বিরাজ করায় হতাশ বিনিয়োগকারীরা। এ অবস্থায় কোম্পানিগুলোর লভ্যাংশ প্রদানে স্বচ্ছতা আনা, ফেসভ্যালু ১০ টাকার নিচের শেয়ারের ক্ষেত্রে বাইব্যাক আইন চালু করাসহ কিছু প্রস্তাব দিয়েছেন তারা। তবে নিয়ন্ত্রক সংস্থা-বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতির প্রভাব পড়েছে শেয়ারবাজারে। এজন্য সর্বনিম্ন মূল্যস্তর- ফ্লোরপ্রাইস বসিয়ে বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়া হয়েছে।